সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইমেইল স্ক্যাম – গ্রীন কার্ড লটারি প্রতারক থেকে সাবধান



আপনি অথবা আপনার কোন পরিচিত কি সাম্প্রতিক, আপনি গ্রীন কার্ড লটারি বিজয়ী হয়েছেন এবং আপনাকে অর্থ লেনদেন করতে হবে এই জাতীয় কোন ইমেইল রিসিভ করেছেন? ফাঁদে পা দিবেন না – প্রেরক আপনার অর্থ আত্মসাতের চেষ্টা করছে!
একদল ধোঁকাবাজের ইমেইল প্রাপককে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে জনপ্রতি/পরিবারের সদস্য $৮৭৯ করে অর্থ চার্জ করছে। এতে বিভিন্ন নামে লন্ডন, ইউনাইটেড কিংডম অর্থ পাঠাতে বলা হচ্ছে। নিম্নে এরকম দুটি উদাহরন দেয়া হলঃ


ধোঁকাবাজরা সাধারণত street address 30 Leicester Square, London WC2H 7LA, United Kingdom ঠিকানাটি ব্যবহার করে। কিন্তু আরো ঠিকানা যেমন, 24 Grosvenor Square (the address of the US Embassy in London)তারা ভিকটিম বিভিন্ন পরিমান অনুযায়ী অর্থ আদায় করে (যেমন, $৮৮০, $৮১৯ এবং সাম্প্রতিক $৮৭৯)
ইমেইলটি বিভিন্ন ইমেইল ঠিকানা থেকে আসে এবং দেখলে মনে হবে ইউ.এস. স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে। ধোঁকা দেয়া এসব ইমেইল ঠিকানা সাধারণত শেষ হয় @greencard-org.com, @usafis-org.com, @usa-dv-gov.org, @diplomats.com, @usa.com, @usa-lottery-gov.org, @visa-gov-us.org, @post.com, @dv-state.com ডোমেইন নিয়ে, এবং আরো অনেক ভুয়া ঠিকানা রয়েছে।

কিভাবে ভুয়া ইমেইলগুলো অভিযোগ করবেন
আপনি যদি এই ধরনের ইমেইল রিসিভ করেন, কক্ষনই এতে কোনো প্রকার সারা দিবেন না। এধরনের ভুয়া ইমেইল যেগুলো ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে অর্থ লেনদেন করতে বলে সেগুলো spoof@westernunion.com ঠিকানায় পাঠান(ফরওয়ার্ড করুন) অথবা 1-800-448-1492 নাম্বারে কল করে অভিযোগ করুন। আপনি অন্য কোন ভুয়া ইমেইলও the Internet Crime Complaint Center এবং the Federal Trade Commission online অথবা 1-877-FTC-HELP (1-877-382-4357) নাম্বারে কল করে অভিযোগ করতে পারেন।
এইসব ভুয়া ইমেইল ভিকটিমের কাছ থেকে অর্থ আত্মসাতের জন্য ডিজাইন করা। এসব ভুয়া ইমেইল সাধারণত এমনভাবে ইমেইল ঠিকানা এবং লোগো ডিজাইন করে যেন দেখলে মনে হবে সরকারি অফিসের সাথে সম্পর্কিত। ইমেইলটি ভুয়া বোঝার সবচেয়ে সহজ উপায় হল এটি কখন “.gov” দিয়ে শেষ হবে না।
এই ধরনের ভুয়া ইমেইল সম্পর্কে আর জানতে, দয়া করে স্টেট ডিপার্টমেন্টের fraud warning এবং the Federal Trade Commission’s consumer alert ঘুরে আসতে পারেন।
ডাইভারসিটি ভিসা প্রোগ্রাম সম্পর্কে আর জানতে, দেখুন http://www.dvlottery.state.gov/ এবং the Department of State’s Travel.State.Gov DV Instructions webpage
লেবেলঃ  Green Card
(Translation from Email Scam – Avoid Green Card Lottery Fraud in Bangla. This scam information we must spreed in our local community to avoid this fraud group around us. I think this not yet translate into Bangla so this translation is for Bengali people)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যখন দরকার তখনই বন্ধ হবে কম্পিউটার

অনেক সময় কম্পিউটারে অ্যান্টিভাইরাস স্ক্যান করার সময়, কোনো বড় ফাইল নামাতে (ডাউনলোড) সময় বেশি লাগলে বা অন্য কোনো কাজ শেষে নির্দিষ্ট সময়ে কম্পিউটার বন্ধ করার দরকার হতে পারে। চাইলেই নির্দিষ্ট কাজ শেষে কম্পিউটারকে সময়মতো বন্ধ করার (শাটডাউন) তাগিদ দেওয়া যাবে। এটি সহজে করা যায় উইন্ডোজের টাস্ক শিডিউলার ব্যবহার করে। মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ কাজ করার জন্য স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল চালু করুন। Administrative Tools-এ ক্লিক করুন। তালিকা থেকে Task Scheduler খুঁজে নিয়ে সেটিতে দুই ক্লিক করে খুলুন। Action থেকে Create Basic Task নির্বাচন করে সেটি খুলুন। Name-এর ঘরে PC Shutdown লিখে Description-এর ঘরে Shutdown my computer automatically at 04:21 pm বা আপনার পছন্দমতো যেকোনো বার্তা এখানে লিখে Next চাপুন। Task Trigger পর্দা চালু হবে। এখানে When do you want the task to start? তালিকা থেকে ঠিক কখন স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে চান, সেটি নির্বাচন করুন। যদি একবারই কাজটি করতে চান, তাহলে এখানের তালিকা থেকে One time নির্বাচন করে Next চাপুন। Start-এ তারিখ নির্ধারণ

পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল

অনেক সময় নেটবুক কম্পিউটার ব্যবহারকারীরা নতুন করে কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল বা উইন্ডোজ হালনাগাদ করতে চাইলে তা করতে পারেন না। ডিভিডি-রম বা সিডি-রম ড্রাইভ না থাকাটা এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আবার যাঁদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের অপটিক্যাল (ডিভিডি-রম) ড্রাইভ নষ্ট থাকে, তাঁরা চাইলে সহজে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভকে (পেনড্রাইভ) বুটেবল (কম্পিউটার চালু করার যোগ্য) করে নিয়ে উইন্ডোজ ইনস্টল করে নিতে পারবেন। ফ্ল্যাশ ড্রাইভ থেকে বা ডিভিডি-রম থেকে উইন্ডোজ ইনস্টল করার পদ্ধতি একই। শুধু পেনড্রাইভকে উইন্ডোজ ইনস্টলের উপযোগী করার জন্য সেটিকে বুটেবল করে নিতে হয়। কাজটি করতে কমপক্ষে ৪ গিগাবাইট ধারণক্ষমতার পেনড্রাইভ লাগবে। এ ক্ষেত্রে পেনড্রাইভ কম্পিউটারে সংযোগ করে সেটি ফরম্যাট করে নিন। আপনার যদি উইন্ডোজের যেকোনো সংস্করণের আইএসও (.iso) ফাইল থাকে তাহলে http://goo.gl/saaqs ওয়েব ঠিকানা থেকে মাইক্রোসফটের অনুমোদিত উইন্ডোজ ৭ ইউএসবি/ডিভিডি ডাউনলোড টুল সফটওয়্যার নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। ইনস্টল করার পর সফটওয়্যারটি চালু করে Source file থেকে উইন্ডোজের .ISO যুক্ত ফাইল দেখিয়ে দিয়ে Nex

কম্পিউটার দ্রুত চালু করুন

যাদের কম্পিউটারে উইন্ডোজ 2000 বা এক্সপি অপারেটিং সিস্টেম আছে তারা অনেকেই জানেন, কম্পিউটার চালু হতে মাঝেমধেই একটু সময় বেশি নেয়। কিন্তু সহজেই এই সময় কমিয়ে আনা যায়। প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে  Administrative Modes -এ যান। সেখানে Service -এ ক্লিক করলে দেখা যাবে কম্পিউটারের Automatic Mode -এ কোন সার্ভিস চালু আছে। এখান থেকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো Disable/Manual করুন। এরপর কম্পিউটার বন্ধ করে চালু করলে দেখবেন, কম্পিউটার দ্রুত খুলে গেছে।