সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

যখন দরকার তখনই বন্ধ হবে কম্পিউটার

অনেক সময় কম্পিউটারে অ্যান্টিভাইরাস স্ক্যান করার সময়, কোনো বড় ফাইল নামাতে (ডাউনলোড) সময় বেশি লাগলে বা অন্য কোনো কাজ শেষে নির্দিষ্ট সময়ে কম্পিউটার বন্ধ করার দরকার হতে পারে। চাইলেই নির্দিষ্ট কাজ শেষে কম্পিউটারকে সময়মতো বন্ধ করার (শাটডাউন) তাগিদ দেওয়া যাবে। এটি সহজে করা যায় উইন্ডোজের টাস্ক শিডিউলার ব্যবহার করে। মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ কাজ করার জন্য স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল চালু করুন। Administrative Tools-এ ক্লিক করুন। তালিকা থেকে Task Scheduler খুঁজে নিয়ে সেটিতে দুই ক্লিক করে খুলুন। Action থেকে Create Basic Task নির্বাচন করে সেটি খুলুন। Name-এর ঘরে PC Shutdown লিখে Description-এর ঘরে Shutdown my computer automatically at 04:21 pm বা আপনার পছন্দমতো যেকোনো বার্তা এখানে লিখে Next চাপুন। Task Trigger পর্দা চালু হবে। এখানে When do you want the task to start? তালিকা থেকে ঠিক কখন স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে চান, সেটি নির্বাচন করুন। যদি একবারই কাজটি করতে চান, তাহলে এখানের তালিকা থেকে One time নির্বাচন করে Next চাপুন। Start-এ তারিখ নির্ধারণ
সাম্প্রতিক পোস্টগুলি

পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল

অনেক সময় নেটবুক কম্পিউটার ব্যবহারকারীরা নতুন করে কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল বা উইন্ডোজ হালনাগাদ করতে চাইলে তা করতে পারেন না। ডিভিডি-রম বা সিডি-রম ড্রাইভ না থাকাটা এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আবার যাঁদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের অপটিক্যাল (ডিভিডি-রম) ড্রাইভ নষ্ট থাকে, তাঁরা চাইলে সহজে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভকে (পেনড্রাইভ) বুটেবল (কম্পিউটার চালু করার যোগ্য) করে নিয়ে উইন্ডোজ ইনস্টল করে নিতে পারবেন। ফ্ল্যাশ ড্রাইভ থেকে বা ডিভিডি-রম থেকে উইন্ডোজ ইনস্টল করার পদ্ধতি একই। শুধু পেনড্রাইভকে উইন্ডোজ ইনস্টলের উপযোগী করার জন্য সেটিকে বুটেবল করে নিতে হয়। কাজটি করতে কমপক্ষে ৪ গিগাবাইট ধারণক্ষমতার পেনড্রাইভ লাগবে। এ ক্ষেত্রে পেনড্রাইভ কম্পিউটারে সংযোগ করে সেটি ফরম্যাট করে নিন। আপনার যদি উইন্ডোজের যেকোনো সংস্করণের আইএসও (.iso) ফাইল থাকে তাহলে http://goo.gl/saaqs ওয়েব ঠিকানা থেকে মাইক্রোসফটের অনুমোদিত উইন্ডোজ ৭ ইউএসবি/ডিভিডি ডাউনলোড টুল সফটওয়্যার নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। ইনস্টল করার পর সফটওয়্যারটি চালু করে Source file থেকে উইন্ডোজের .ISO যুক্ত ফাইল দেখিয়ে দিয়ে Nex

ইমেইল স্ক্যাম – গ্রীন কার্ড লটারি প্রতারক থেকে সাবধান

আপনি অথবা আপনার কোন পরিচিত কি সাম্প্রতিক, আপনি গ্রীন কার্ড লটারি বিজয়ী হয়েছেন এবং আপনাকে অর্থ লেনদেন করতে হবে এই জাতীয় কোন ইমেইল রিসিভ করেছেন? ফাঁদে পা দিবেন না – প্রেরক আপনার অর্থ আত্মসাতের চেষ্টা করছে! একদল ধোঁকাবাজের ইমেইল প্রাপককে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে জনপ্রতি/পরিবারের সদস্য $ ৮৭৯ করে অর্থ চার্জ করছে। এতে বিভিন্ন নামে লন্ডন, ইউনাইটেড কিংডম অর্থ পাঠাতে বলা হচ্ছে। নিম্নে এরকম দুটি উদাহরন দেয়া হলঃ ধোঁকাবাজরা সাধারণত street address 30 Leicester Square, London WC2H 7LA, United Kingdom ঠিকানাটি ব্যবহার করে। কিন্তু আরো ঠিকানা যেমন, 24 Grosvenor Square (the address of the US Embassy in London) । তারা ভিকটিম বিভিন্ন পরিমান অনুযায়ী অর্থ আদায় করে (যেমন, $৮৮০, $৮১৯ এবং সাম্প্রতিক $৮৭৯) । ইমেইলটি বিভিন্ন ইমেইল ঠিকানা থেকে আসে এবং দেখলে মনে হবে ইউ.এস. স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে। ধোঁকা দেয়া এসব ইমেইল ঠিকানা সাধারণত শেষ হয় @greencard-org.com, @usafis-org.com, @usa-dv-gov.org, @diplomats.com, @usa.com, @usa-lottery-gov.org, @visa-gov-us.org, @post.com

ল্যাপটপ টিপস

১.   ল্যাপটপের গতি ধীর হয়ে পড়লে এবং বার বার হ্যাং করলে রিকোভারি সিডিটি ড্রাইভে প্রবেশ করিয়ে ল্যাপটপটি  একবার রিস্টার্ট দিন। এতে সিডিটি অটোরান হবে এবং রিকোভার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। ২.   ল্যাপটপে সাধারণত টাচপ্যাড কিংবা ক্ষুদ্র কোন বাটন থাকে। অতিরিক্ত ব্যবহারে এই টাচপ্যাড বা বাটনগুলোর ক্ষমতা কমে যায়। তাই আগে থেকেই ব্যবহার করুন আলাদা কি বোর্ড ও মাউস। ৩.   সাধারণত ল্যাপটপে একটি ড্রাইভ থাকে। সমস্যা দেখা দিলে ব্যাকআপ নিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই একাধিক ড্রাইভ থাকলে  C   ড্রাইভ ছাড়া অন্যান্য ড্রাইভগুলোতে ফাইল রেখে দিতে পারেন। ৪. কিছু এন্টিভাইরাস পিসিকে অনেক ধীরগতির করে তুলে। পরামর্শ হচ্ছে ' এভিজি ' কিংবা ' আভিরা ' এন্টিভাইরাস ব্যবহার করার। free.grisoft.com, www.antivar.com  সাইট থেকে এন্টি ভাইরাস দুটি ডাউনলোড করে নিতে পারবেন।

Know The Criminal In Net: Mail Spam

I want to shear a new email spam in the net. If you also got this, remember this is FAKE email for you. Don't send your important information in reply. Be safe in the net. See the full email bellow: Confirmation E-mail Ticket Number: XB-12-7-19-31-7 Email:  classiccbonanza@aol.com You have won € 1,200.000.00 Euro (One Million Two Hundred Thousand Euro),  in the CLASSIC BONANZA LOTTERY CORPORATION.  Email Sweepstakes Program Corporation, held on the 26th of MAY 2011.In Brussels Belgium. We write to officially notify you of this award and to advise you to contact the processing office immediately. For the claim CONTACT:  Mr.Nicolas Van Louis CITY/ COUNTRY: Bruxelles Belgium. TEL: +:0032- 488-336-790  (01132- 488-336-790 ) Reply to Email: classiccbonanza@aol.com

দুই ক্লিকেই কম্পিউটার চালু করুন

কম্পিউটারে পিএস/টু মাউস থাকলে এই পদ্ধতিটি কাজে লাগবে। এতে কম্পিউটারের বোতাম না চেপে শুধু মাউসের দুই ক্লিকেই কম্পিউটার চালু করা যাবে। এ কাজের ব্যবস্থা করতে কম্পিউটার রিস্টার্ট দিয়ে চালুর শুরুতে Del কি চেপে বায়োস সেটআপে যান। এখানে পিএস/টু মাউস পাওয়ার On থাকলে সেটি নির্বাচন করুন। এবার Page Up Page Down বা (+/-) এর মান দুই (ডাবল) ক্লিকে সেট করুন। বায়োসের এই পরিবর্তন সেইভ (F10/y) করে পুনরায় কম্পিউটার চালু করুন।

ক্যাপস লকের জন্য সতর্ক সংকেত

ধরুন, আপনি কম্পিউটারে ইংরেজি কোনো কিছু লেখার সময় প্রায়ই ভুল করে বড় ও ছোট হাতের অক্ষরে তালগোল পাকিয়ে ফেলেন, যা বেশ বিরক্তিকর। এ ক্ষেত্রে একটি 'বিপ' সতর্ক সংকেত হিসেবে কাজ করতে পারে। ফলে আপনার ভুল আপনি তৎক্ষনাৎ শুধরে নিতে পারবেন। সাধারনত Caps Lock , Num Lock বা Scroll Lock চালু অবস্থায় থাকলে কিবোর্ডে আলো জ্বলতে থাকে। ব্যবহারকারী চাইলে এর সাথে সতর্ক সংকেত শোনার ব্যবস্থা করতে পারবেন। এটি করার জন্য উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের কন্ট্রোল প্যানেল খুলুন। Accessibility Option -এ ডাবল ক্লিক করুন। উইন্ডোজের পুরাতন সংস্করণগুলোর ক্ষেত্রে Control Panel ডায়ালগ বক্সে ক্লিক করুন। Use toggle key অপশন সক্রিয় করুন। তারপর Ok করুন।