সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল

অনেক সময় নেটবুক কম্পিউটার ব্যবহারকারীরা নতুন করে কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল বা উইন্ডোজ হালনাগাদ করতে চাইলে তা করতে পারেন না। ডিভিডি-রম বা সিডি-রম ড্রাইভ না থাকাটা এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আবার যাঁদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের অপটিক্যাল (ডিভিডি-রম) ড্রাইভ নষ্ট থাকে, তাঁরা চাইলে সহজে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভকে (পেনড্রাইভ) বুটেবল (কম্পিউটার চালু করার যোগ্য) করে নিয়ে উইন্ডোজ ইনস্টল করে নিতে পারবেন। ফ্ল্যাশ ড্রাইভ থেকে বা ডিভিডি-রম থেকে উইন্ডোজ ইনস্টল করার পদ্ধতি একই। শুধু পেনড্রাইভকে উইন্ডোজ ইনস্টলের উপযোগী করার জন্য সেটিকে বুটেবল করে নিতে হয়। কাজটি করতে কমপক্ষে ৪ গিগাবাইট ধারণক্ষমতার পেনড্রাইভ লাগবে।
এ ক্ষেত্রে পেনড্রাইভ কম্পিউটারে সংযোগ করে সেটি ফরম্যাট করে নিন। আপনার যদি উইন্ডোজের যেকোনো সংস্করণের আইএসও (.iso) ফাইল থাকে তাহলে http://goo.gl/saaqs ওয়েব ঠিকানা থেকে মাইক্রোসফটের অনুমোদিত উইন্ডোজ ৭ ইউএসবি/ডিভিডি ডাউনলোড টুল সফটওয়্যার নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। ইনস্টল করার পর সফটওয়্যারটি চালু করে Source file থেকে উইন্ডোজের .ISO যুক্ত ফাইল দেখিয়ে দিয়ে Next চাপুন। পরের অপশনে USB device নির্বাচন করে তালিকা থেকে পেনড্রাইভ নির্বাচন করে Begin copying বোতাম চাপুন। পেনড্রাইভে .iso ফাইল কপি হবে এবং উইন্ডোজ ইনস্টলের জন্য আপনার পেনড্রাইভ প্রস্তুত হয়ে যাবে। এবার কারও যদি .iso ফাইল না থাকে তাহলে উইন্ডোজের ডিভিডি ডিস্ক থেকে পেনড্রাইভে দরকারি ফাইলগুলো কপি করে নিতে হবে। এ জন্য ভালো হয় উইন টু ফ্ল্যাশ নামের সফটওয়্যারটি। এটির সর্বশেষ সংস্করণ http://wintoflash.com/download/en ওয়েব ঠিকানা থেকে নামিয়ে নিন।
আগের মতো একই উপায়ে পেনড্রাইভকে কম্পিউটারে সংযোগ করে সেটি ফরম্যাট করে নিন এবং ডিভিডি-রম ড্রাইভে উইন্ডোজের ডিস্ক প্রবেশ করান। এবার WinToFlash.exe চেপে সফটওয়্যারটি চালু করে Windows setup transfer wizard-এ ক্লিক করুন। Task থেকে Transfer windows vista/2008/7 setup to USB drive নির্বাচন করে নিন। পরের ধাপে Windows file path থেকে যে ড্রাইভে উইন্ডোজের ডিভিডি আছে, সেটি নির্বাচন করে দিন। USB drive-এ পেনড্রাইভ নির্বাচন করে Next চাপুন। পরের ধাপে লাইসেন্স এগ্রিমেন্ট বার্তা দেখালে সেটিতেও accepted the terms.. নির্বাচন করে নিয়ে continue চাপুন। ডিভিডিরম থেকে পেনড্রাইভে উইন্ডোজের ফাইল স্থানান্তর হতে থাকবে। কাজ শেষ হলে পেনড্রাইভে উইন্ডোজের ফাইল কপি হয়ে সেটি বুটেবল হয়ে যাবে এবং প্রয়োজনে সেটিকে পরে উইন্ডোজ ইনস্টলের কাজে ব্যবহার করা যাবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যখন দরকার তখনই বন্ধ হবে কম্পিউটার

অনেক সময় কম্পিউটারে অ্যান্টিভাইরাস স্ক্যান করার সময়, কোনো বড় ফাইল নামাতে (ডাউনলোড) সময় বেশি লাগলে বা অন্য কোনো কাজ শেষে নির্দিষ্ট সময়ে কম্পিউটার বন্ধ করার দরকার হতে পারে। চাইলেই নির্দিষ্ট কাজ শেষে কম্পিউটারকে সময়মতো বন্ধ করার (শাটডাউন) তাগিদ দেওয়া যাবে। এটি সহজে করা যায় উইন্ডোজের টাস্ক শিডিউলার ব্যবহার করে। মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ কাজ করার জন্য স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল চালু করুন। Administrative Tools-এ ক্লিক করুন। তালিকা থেকে Task Scheduler খুঁজে নিয়ে সেটিতে দুই ক্লিক করে খুলুন। Action থেকে Create Basic Task নির্বাচন করে সেটি খুলুন। Name-এর ঘরে PC Shutdown লিখে Description-এর ঘরে Shutdown my computer automatically at 04:21 pm বা আপনার পছন্দমতো যেকোনো বার্তা এখানে লিখে Next চাপুন। Task Trigger পর্দা চালু হবে। এখানে When do you want the task to start? তালিকা থেকে ঠিক কখন স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে চান, সেটি নির্বাচন করুন। যদি একবারই কাজটি করতে চান, তাহলে এখানের তালিকা থেকে One time নির্বাচন করে Next চাপুন। Start-এ তারিখ নির্ধারণ

কম্পিউটার দ্রুত চালু করুন

যাদের কম্পিউটারে উইন্ডোজ 2000 বা এক্সপি অপারেটিং সিস্টেম আছে তারা অনেকেই জানেন, কম্পিউটার চালু হতে মাঝেমধেই একটু সময় বেশি নেয়। কিন্তু সহজেই এই সময় কমিয়ে আনা যায়। প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে  Administrative Modes -এ যান। সেখানে Service -এ ক্লিক করলে দেখা যাবে কম্পিউটারের Automatic Mode -এ কোন সার্ভিস চালু আছে। এখান থেকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো Disable/Manual করুন। এরপর কম্পিউটার বন্ধ করে চালু করলে দেখবেন, কম্পিউটার দ্রুত খুলে গেছে।