সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দুই ক্লিকেই কম্পিউটার চালু করুন

কম্পিউটারে পিএস/টু মাউস থাকলে এই পদ্ধতিটি কাজে লাগবে। এতে কম্পিউটারের বোতাম না চেপে শুধু মাউসের দুই ক্লিকেই কম্পিউটার চালু করা যাবে। এ কাজের ব্যবস্থা করতে কম্পিউটার রিস্টার্ট দিয়ে চালুর শুরুতে Del কি চেপে বায়োস সেটআপে যান। এখানে পিএস/টু মাউস পাওয়ার On থাকলে সেটি নির্বাচন করুন। এবার Page Up Page Down বা (+/-) এর মান দুই (ডাবল) ক্লিকে সেট করুন। বায়োসের এই পরিবর্তন সেইভ (F10/y) করে পুনরায় কম্পিউটার চালু করুন।

ক্যাপস লকের জন্য সতর্ক সংকেত

ধরুন, আপনি কম্পিউটারে ইংরেজি কোনো কিছু লেখার সময় প্রায়ই ভুল করে বড় ও ছোট হাতের অক্ষরে তালগোল পাকিয়ে ফেলেন, যা বেশ বিরক্তিকর। এ ক্ষেত্রে একটি 'বিপ' সতর্ক সংকেত হিসেবে কাজ করতে পারে। ফলে আপনার ভুল আপনি তৎক্ষনাৎ শুধরে নিতে পারবেন। সাধারনত Caps Lock , Num Lock বা Scroll Lock চালু অবস্থায় থাকলে কিবোর্ডে আলো জ্বলতে থাকে। ব্যবহারকারী চাইলে এর সাথে সতর্ক সংকেত শোনার ব্যবস্থা করতে পারবেন। এটি করার জন্য উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের কন্ট্রোল প্যানেল খুলুন। Accessibility Option -এ ডাবল ক্লিক করুন। উইন্ডোজের পুরাতন সংস্করণগুলোর ক্ষেত্রে Control Panel ডায়ালগ বক্সে ক্লিক করুন। Use toggle key অপশন সক্রিয় করুন। তারপর Ok করুন।

সঠিক পদ্ধতিতে সফটওয়্যার অপসারণ

অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যারকে অপসারণ (আনইন্সটল) করার জন্য সঠিক পদ্ধতির প্রয়োগ না হলে তা পরে সমস্যার সৃষ্টি করতে পারে। এজন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিজস্ব ব্যবস্থা আছে। কন্ট্রোল প্যানেলের Add/Remove Programs দিয়ে এই অপসারণের কাজটি সঠিকভাবে করতে পারেন। কোনো সফটওয়্যার অপসারনের জন্য এখানে এসে সফটওয়্যারের নামটি সিলেক্ট করে নিন। তারপর Ok করলে অপসারণ কাজ শুরু হবে। আনইন্সটল ছাড়া কখনই কোনো সফটওয়্যার ডিলিট করা ঠিক না। এতে কম্পিউটারের রেজিস্ট্রিসহ আরো অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে।

কম্পিউটার দ্রুত চালু করুন

যাদের কম্পিউটারে উইন্ডোজ 2000 বা এক্সপি অপারেটিং সিস্টেম আছে তারা অনেকেই জানেন, কম্পিউটার চালু হতে মাঝেমধেই একটু সময় বেশি নেয়। কিন্তু সহজেই এই সময় কমিয়ে আনা যায়। প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে  Administrative Modes -এ যান। সেখানে Service -এ ক্লিক করলে দেখা যাবে কম্পিউটারের Automatic Mode -এ কোন সার্ভিস চালু আছে। এখান থেকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো Disable/Manual করুন। এরপর কম্পিউটার বন্ধ করে চালু করলে দেখবেন, কম্পিউটার দ্রুত খুলে গেছে।