সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ল্যাপটপ টিপস

১. ল্যাপটপের গতি ধীর হয়ে পড়লে এবং বার বার হ্যাং করলে রিকোভারি সিডিটি ড্রাইভে প্রবেশ করিয়ে ল্যাপটপটি 
একবার রিস্টার্ট দিন। এতে সিডিটি অটোরান হবে এবং রিকোভার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।


২. ল্যাপটপে সাধারণত টাচপ্যাড কিংবা ক্ষুদ্র কোন বাটন থাকে। অতিরিক্ত ব্যবহারে এই টাচপ্যাড বা বাটনগুলোর ক্ষমতা কমে যায়। তাই আগে থেকেই ব্যবহার করুন আলাদা কি বোর্ড ও মাউস।


৩. সাধারণত ল্যাপটপে একটি ড্রাইভ থাকে। সমস্যা দেখা দিলে ব্যাকআপ নিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই একাধিক ড্রাইভ থাকলে C  ড্রাইভ ছাড়া অন্যান্য ড্রাইভগুলোতে ফাইল রেখে দিতে পারেন।


৪. কিছু এন্টিভাইরাস পিসিকে অনেক ধীরগতির করে তুলে। পরামর্শ হচ্ছে 'এভিজি' কিংবা 'আভিরা' এন্টিভাইরাস ব্যবহার করার। free.grisoft.com, www.antivar.com সাইট থেকে এন্টি ভাইরাস দুটি ডাউনলোড করে নিতে পারবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইমেইল স্ক্যাম – গ্রীন কার্ড লটারি প্রতারক থেকে সাবধান

আপনি অথবা আপনার কোন পরিচিত কি সাম্প্রতিক, আপনি গ্রীন কার্ড লটারি বিজয়ী হয়েছেন এবং আপনাকে অর্থ লেনদেন করতে হবে এই জাতীয় কোন ইমেইল রিসিভ করেছেন? ফাঁদে পা দিবেন না – প্রেরক আপনার অর্থ আত্মসাতের চেষ্টা করছে! একদল ধোঁকাবাজের ইমেইল প্রাপককে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে জনপ্রতি/পরিবারের সদস্য $ ৮৭৯ করে অর্থ চার্জ করছে। এতে বিভিন্ন নামে লন্ডন, ইউনাইটেড কিংডম অর্থ পাঠাতে বলা হচ্ছে। নিম্নে এরকম দুটি উদাহরন দেয়া হলঃ ধোঁকাবাজরা সাধারণত street address 30 Leicester Square, London WC2H 7LA, United Kingdom ঠিকানাটি ব্যবহার করে। কিন্তু আরো ঠিকানা যেমন, 24 Grosvenor Square (the address of the US Embassy in London) । তারা ভিকটিম বিভিন্ন পরিমান অনুযায়ী অর্থ আদায় করে (যেমন, $৮৮০, $৮১৯ এবং সাম্প্রতিক $৮৭৯) । ইমেইলটি বিভিন্ন ইমেইল ঠিকানা থেকে আসে এবং দেখলে মনে হবে ইউ.এস. স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে। ধোঁকা দেয়া এসব ইমেইল ঠিকানা সাধারণত শেষ হয় @greencard-org.com, @usafis-org.com, @usa-dv-gov.org, @diplomats.com, @usa.com, @usa-lottery-gov.org, @visa-gov-us.org, @post...