সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যখন দরকার তখনই বন্ধ হবে কম্পিউটার

অনেক সময় কম্পিউটারে অ্যান্টিভাইরাস স্ক্যান করার সময়, কোনো বড় ফাইল নামাতে (ডাউনলোড) সময় বেশি লাগলে বা অন্য কোনো কাজ শেষে নির্দিষ্ট সময়ে কম্পিউটার বন্ধ করার দরকার হতে পারে। চাইলেই নির্দিষ্ট কাজ শেষে কম্পিউটারকে সময়মতো বন্ধ করার (শাটডাউন) তাগিদ দেওয়া যাবে। এটি সহজে করা যায় উইন্ডোজের টাস্ক শিডিউলার ব্যবহার করে। মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ কাজ করার জন্য স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল চালু করুন। Administrative Tools-এ ক্লিক করুন। তালিকা থেকে Task Scheduler খুঁজে নিয়ে সেটিতে দুই ক্লিক করে খুলুন। Action থেকে Create Basic Task নির্বাচন করে সেটি খুলুন। Name-এর ঘরে PC Shutdown লিখে Description-এর ঘরে Shutdown my computer automatically at 04:21 pm বা আপনার পছন্দমতো যেকোনো বার্তা এখানে লিখে Next চাপুন। Task Trigger পর্দা চালু হবে। এখানে When do you want the task to start?
তালিকা থেকে ঠিক কখন স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে চান, সেটি নির্বাচন করুন। যদি একবারই কাজটি করতে চান, তাহলে এখানের তালিকা থেকে One time নির্বাচন করে Next চাপুন। Start-এ তারিখ নির্ধারণ করে কোন সময়ে বন্ধ করতে চান, সেটি নির্বাচন করে আবার Next চাপুন। এবার Start a program নির্বাচন করে Program/script ঘরে C:/Windowsystem32hutdown.exe লিখুন। Add arguments ‰i ঘরে /s লিখে Next চাপুন। পরের পর্দায় ওপরে যে যে কাজ করা হয়েছে, সে কাজের সংক্ষিপ্ত বিবরণ দেখাবে। সবকিছু ঠিকভাবে দেখে নিয়ে Finish বোতাম চাপুন। তাহলে যখন দরকার ঠিক তখনই কম্পিউটার বন্ধ হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইমেইল স্ক্যাম – গ্রীন কার্ড লটারি প্রতারক থেকে সাবধান

আপনি অথবা আপনার কোন পরিচিত কি সাম্প্রতিক, আপনি গ্রীন কার্ড লটারি বিজয়ী হয়েছেন এবং আপনাকে অর্থ লেনদেন করতে হবে এই জাতীয় কোন ইমেইল রিসিভ করেছেন? ফাঁদে পা দিবেন না – প্রেরক আপনার অর্থ আত্মসাতের চেষ্টা করছে! একদল ধোঁকাবাজের ইমেইল প্রাপককে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে জনপ্রতি/পরিবারের সদস্য $ ৮৭৯ করে অর্থ চার্জ করছে। এতে বিভিন্ন নামে লন্ডন, ইউনাইটেড কিংডম অর্থ পাঠাতে বলা হচ্ছে। নিম্নে এরকম দুটি উদাহরন দেয়া হলঃ ধোঁকাবাজরা সাধারণত street address 30 Leicester Square, London WC2H 7LA, United Kingdom ঠিকানাটি ব্যবহার করে। কিন্তু আরো ঠিকানা যেমন, 24 Grosvenor Square (the address of the US Embassy in London) । তারা ভিকটিম বিভিন্ন পরিমান অনুযায়ী অর্থ আদায় করে (যেমন, $৮৮০, $৮১৯ এবং সাম্প্রতিক $৮৭৯) । ইমেইলটি বিভিন্ন ইমেইল ঠিকানা থেকে আসে এবং দেখলে মনে হবে ইউ.এস. স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে। ধোঁকা দেয়া এসব ইমেইল ঠিকানা সাধারণত শেষ হয় @greencard-org.com, @usafis-org.com, @usa-dv-gov.org, @diplomats.com, @usa.com, @usa-lottery-gov.org, @visa-gov-us.org, @post...