যাদের কম্পিউটারে উইন্ডোজ 2000 বা এক্সপি অপারেটিং সিস্টেম আছে তারা অনেকেই জানেন,
কম্পিউটার চালু হতে মাঝেমধেই একটু সময় বেশি নেয়। কিন্তু সহজেই এই সময় কমিয়ে আনা যায়। প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে Administrative Modes-এ যান। সেখানে Service-এ ক্লিক করলে দেখা যাবে কম্পিউটারের Automatic Mode-এ কোন সার্ভিস চালু আছে। এখান থেকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো Disable/Manual করুন। এরপর কম্পিউটার বন্ধ করে চালু করলে দেখবেন, কম্পিউটার দ্রুত খুলে গেছে।
কম্পিউটার চালু হতে মাঝেমধেই একটু সময় বেশি নেয়। কিন্তু সহজেই এই সময় কমিয়ে আনা যায়। প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে Administrative Modes-এ যান। সেখানে Service-এ ক্লিক করলে দেখা যাবে কম্পিউটারের Automatic Mode-এ কোন সার্ভিস চালু আছে। এখান থেকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো Disable/Manual করুন। এরপর কম্পিউটার বন্ধ করে চালু করলে দেখবেন, কম্পিউটার দ্রুত খুলে গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন